Home পরীক্ষা অনলাইনে পরীক্ষা নেবে ইবি

অনলাইনে পরীক্ষা নেবে ইবি

অনলাইনে পরীক্ষা নেবে ইবি

করোনা পরিস্থিতিতে সশরীরে পরীক্ষা নেয়ার অনুকূল পরিবেশ না থাকায় অনলাইনে অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের অনুমোদন দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

বুধবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান দৈনিক ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরীক্ষা সংক্রান্ত একটি নীতিমালা চূড়ান্ত করে স্ব-স্ব বিভাগে পাঠানো হয়েছে। বিভাগের প্রস্তুতি থাকলে যেকোনো সময় তারা পরীক্ষা শুরু করতে পারবে।

কলা অনুষদের ডিন প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, সশরীরে পরীক্ষার সুযোগ না থাকায় অনলাইনে পরীক্ষার বিষয়ে মত দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অক্ষুণ্ণ রেখে বিভাগ সমূহ মানবন্টনসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে অনলাইনে পরীক্ষা গ্রহণের অনুমোদন দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here