Home মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কলেজ আগামী সপ্তাহের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৈঠক- মন্ত্রীপরিষদ সচিব

আগামী সপ্তাহের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৈঠক- মন্ত্রীপরিষদ সচিব

আগামী সপ্তাহের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৈঠক- মন্ত্রীপরিষদ সচিব
আগামী সপ্তাহের মধ্যেই স্কুল কলেজ খোলার বিষয়ে বৈঠক

আগামী সপ্তাহের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৈঠক- মন্ত্রীপরিষদ সচিব

আগামী সপ্তাহের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসবে শিক্ষামন্ত্রণালয় । মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন এ বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়কে এর মধ্যে বসে সংশ্লিষ্ট সবাইকে ডেকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। তিনি আরো বলেন প্রথমত  প্রিভিউ করবে আমরা দেখব খোলা যায় কিনা, কখন  খুলবো খুব তাড়াতাড়ি খোলা যায় কিনা এবং কি পদ্ধতিতে খুলবো যেন সেইফ থাকে  লেখাপড়া লেখাপড়া যেন ঠিক থাকে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না সবার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। রেসিডেনশিয়াল যারা তাদের স্বাস্থ্যগত দিক সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের সেফটি মেজার  করে কিভাবে স্কুল কলেজ খোলা যায় সেই ব্যাপারে আলোচনা করা হবে। এই সপ্তাহে না হলেও আগামী রবিবার বা সোমবারে আমরা সংশ্লিষ্ট এক্সপার্টদের সাথে আলোচনা করে  সিদ্ধান্ত নিব। 

আরো পড়ুন- উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার ভিন্নতা

আরো পড়ুন- উন্নত রাষ্ট্র গঠনে বেসরকারি শিক্ষা জাতীয়করণের বিকল্প নাই।

করোনা ভাইরাস শুরু হওয়ায় গত বছর মার্চ মাস থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।  তারপর বর্তমানে পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়েছে এখন সকলের কাছে প্রশ্ন হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান কখন খুলে দেওয়া হবে এবং এই বিষয়টি নিয়ে সম্প্রতি নানা ধরনের ঘটনাও ঘটছে। এর পরিপ্রেক্ষিতে আজ মন্ত্রিপরিষদ যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ কিভাবে খুলে দেওয়া যায়।  এর আগে গত জানুয়ারি মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জাকির হোসেন তিনি ইঙ্গিত দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে যদিও সেটি হয়নি। এখন পর্যন্ত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সরকারকর্তৃক বন্ধ ঘোষণা করা আছে।

সূত্রঃ সময় টিভি

শিক্ষার সকল খবর পেতে Shikkhapedia.com এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।

সবসময় রিয়েল টাইম নিউজফিড পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকুন।

1 COMMENT

  1. প্রতিদিনের শিক্ষাবিষয়ক আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ
    শিক্ষাপিডিয়া.কম🥰🥰

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here