Home মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের বাধায় ফের রাবির সিন্ডিকেট সভা স্থগিত

আন্দোলনকারীদের বাধায় ফের রাবির সিন্ডিকেট সভা স্থগিত

আন্দোলনকারীদের বাধায় ফের রাবির সিন্ডিকেট সভা স্থগিত

নিজ নিজ দপ্তরে যোগদানের দাবিতে ফের উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া ছাত্রলীগের নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেট সভা শুরুর ঘণ্টাখানেক আগে তারা সেখানে অবস্থান নেন। তাদের আন্দোলনের মুখে রাত সাড়ে ৮টার দিকে সভা স্থগিত করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা সেখানে অবস্থান করছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘অনিবার্য কারণে আজকের (মঙ্গলবার) সিন্ডিকেট সভা স্থগিত করা হয়েছে।’

আন্দোলনকারী ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সুমন বলেন, ‘আমরা এতদিন ধরে পদায়নের দাবিতে আন্দোলন করছি। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েও প্রশাসন কিছুই করছে না। আমাদের বিষয়ে চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত সিন্ডিকেট সভা করতে দেওয়া হবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here