
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে করোনা টিকার রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার (২ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইউজিসি থেকে কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে চিঠি দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আবাসিক শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, যারা আগে বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত ফর্ম পূরণ করেছে তাদেরও সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।