
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে করোনা টিকার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে সঠিক এনআইডি নম্বরসহ ইউজিসি কর্তৃক প্রেরিত পত্র মোতাবেক সুরক্ষা অ্যাপ-এ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। যারা ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত ফর্ম পূরণ করেছে, তাদেরও সুরক্ষা অ্যাপ-এ রেজিস্ট্রেশন করতে হবে।
এছাড়া যদি কোনো আবাসিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত ফর্মে রেজিস্ট্রেশন না করে থাকেন কিংবা বাদ পড়ে থাকেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত লিংক-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে বলা করা হয়েছে।