Home মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় উচ্চ শ্রেণির মানুষের আয়ের মধ্যে নিম্ন আয়ের মানুষের অধিকার রয়েছে : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

উচ্চ শ্রেণির মানুষের আয়ের মধ্যে নিম্ন আয়ের মানুষের অধিকার রয়েছে : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

উচ্চ শ্রেণির মানুষের আয়ের মধ্যে নিম্ন আয়ের মানুষের অধিকার রয়েছে : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
পীরকাশিমপুর আর এন উচ্চবিদ্যালয়ে নান্দনিক চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও বিদ্যালয় প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী পালন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. মশিউর রহমান বলেন, উচ্চ শ্রেণির মানুষের আয়ের মধ্যে নিম্ন আয়ের মানুষের অধিকার রয়েছে। এ জন্য ‘আমাদের রিডিস্ট্রিবিউট সিস্টেম প্রসারিত করা প্রয়োজন।

অসমতার সমাজ ব্যবস্থা ভেঙে আমাদের সমতার সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।শনিবার সন্ধ্যায় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ গ্রুপ আয়োজিত ‘ইন দ্য পারসুট অব ইকোনমিক রিকোভারি: বাজেট ২০২১-২২’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

উপাচার্য বলেন, ‘আমরা এখন করোনাকালীন শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করছি, পরিকল্পনা গ্রহণ করছি। কিন্তু করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থা কী হবে, সেটি নিয়েও আমাদের ভাবতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে।’ সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, কৃষি তথা গ্রামীণ অর্থনীতি আমাদের এই করোনা সংকটকালেও বাঁচিয়ে রেখেছে।

শহরের অনেকে গ্রামে চলে গেছে। সেখানে কর্মহীনরা যুক্ত হচ্ছে। কিন্তু নগরে দারিদ্র বাড়ছে। একটি শক্তিশালি সামষ্টিক অর্থনীতি আছে বলেই আমরা টিকে আছি।’জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে ঐক্যবদ্ধ জাতির বিকল্প নেই। বিভিন্ন দেশের উন্নয়ন বিশ্লেষণ করলে দেখা গেছে

যেখানে বিভাজন নেই, সেখানেই উন্নয়ন ঘটেছে। আমাদের জনশক্তি বাড়ছে কিন্তু কর্মসংস্থান হচ্ছে না। কর্মসংস্থানের জন্য কর্মমুখি শিক্ষার বিকল্প নেই।’ওয়েবিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন।

বিজনেস স্টাডিজ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. ফকির রফিকুল আলমের সভাপতিত্বে ওয়েবিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here