Home কারিগরি ও মাদ্রাসা শিক্ষা কারিগরি শিক্ষাবোর্ড একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ৬ জুন থেকে

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ৬ জুন থেকে

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ৬ জুন থেকে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে এই মাসের শেষের দিকে। সে লক্ষ্যে সাধারণ ছুটির মধ্যেও কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। ঈদের আগেই ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে সকল বোর্ড থেকে। তবে এ মাসের মধ্যে ফলাফল যেদিনই প্রকাশ করা হোক না কেন, ৬ জুন থেকে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে যে, এই বছর ফল প্রকাশে অন্যান্য বছরের মতো তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। এমনকি শিক্ষা মন্ত্রণালয়ে যে সংবাদ সম্মেলন করে তা-ও করা হবে না।

আরো পড়ুন- চলতি মাসেই এসএসসির ফলাফল

ফল জানার জন্য শিক্ষার্থীদেরও প্রতিষ্ঠানে যেতে হবে না। এসএমএস ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। আবার আগে থেকে শিক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে রাখলে মোবাইলে ফল প্রকাশের পর স্বয়ংক্রিয়ভাবে ফলাফল তাদের কাছে পৌঁছে যাবে।

এ ব্যাপারে আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু: জিয়াউল হক বলেন, ” সারাদেশে করোনার কারনে সাধারণ ছুটি ঘোষণার পর প্রধান পরীক্ষকরা ওএমআর শিট নিয়ে বোর্ডগুলোতে আসতে পারছিলেন না। এই জন্য ফলাফল প্রকাশের কাজ আটকে ছিল। তবে ডাকঘর গুলো খোলার পর ৯০% ওএমআর শিট বোর্ডগুলোতে চলে এসেছে। খুব শিগগিরই বাকিগুলোও চলে আসবে। আমরা আশা করছি চলতি মাসেই ফল প্রকাশ করতে পারবো।” এসএসসির ফল প্রকাশ হলে খুব তাড়াতাড়ি আগামী মাসের মধ্যেই অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।

ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন আর রশিদ মঙ্গলবার বলেন, ”যদি চলতি মাসে ফল প্রকাশ করতে পারি তাহলে ৬ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত অনলাইনে একদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করা হবে। ১৬ আগস্ট থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা ভাবা হচ্ছে।” 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here