
এসএসসির ফলাফল প্রকাশ করতে যাচ্ছে সারা দেশের সকল শিক্ষাবোর্ড সমূহ।
আগামী ৩০ ডিসেম্বর রোববার সারাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। সকাল ১০ টায় এসএসসি ও সমমানের সকল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রত্যেক শিক্ষাবোর্ডগুলো তার নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা রোল নং ও রেজিস্ট্রেশন নং দিয়ে নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে।
নিম্নোক্ত ওয়েবসাইট সমূহ থেকেও সকল শিক্ষার্থীরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার স্তর, শিক্ষাবোর্ডের নাম এবং পরীক্ষার সন উল্লেখ করে ফলাফল জানতে পারবে-
১) educationboardresults.gov.bd
সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন বলে জানা গেছে।
করোনার কারনে এই বছর এসএমএস এর মাধ্যমে পুন-রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের ফলাফল জানিয়ে দেয়া হবে। এ
আরো পড়ুন- সবার আগে এসএসসির ফলাফল পেতে প্রি-রেজিস্ট্রেশন
শিক্ষা মন্ত্রনালয় থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই শিক্ষার্থীদের ফল সংগ্রহ করতে বলা হয়েছে। এই পরিস্থিতে কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠান সমূহতে ফলাফল প্রকাশের দিন গন জমায়েত করতে নিষেধ করা হয়েছে। ৩০ ডিসেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফলের হার্ডকপি সরবরাহ করা হবেনা। তবে প্রতিষ্ঠান প্রধানগন EIIN ইনপুট করে নিম্নের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠান অনুযায়ী ফলাফল ডাউনলোড কিংবা দেখতে পারবেন-
mail.educationboardresults.gov.bd
এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে-
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC অথবা Dakhil লিখে একটি <space> দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে আবার একটি <space> দিয়ে প্রার্থীর রোল নম্বর, তারপর আরো একটি <space> দিয়ে ২০২১ লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে (চার্জ প্রযোজ্য) ।
প্রতিটি শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর-
1. BARISHAL BOARD: BAR
2. DHAKA BOARD: DHA
3. CHITTAGONG BOARD: CHI
4. COMILLA BOARD: COM
5. DINAJPUR BOARD: DIN
6. JESSORE BOARD: JES
7. MADRASAH BOARD: MAD
8. MYMENSINGH BOARD: MYM
9. RAJSHAHI BOARD: RAJ
10. SYLHET BOARD: SYL
11. TECHNICAL/VOCATIONAL BOARD: TEC
শিক্ষার সকল খবর পেতে Shikkhapedia.com এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।
সবসময় রিয়েল টাইম নিউজফিড পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকুন