
এসএসসির ফলাফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করে এখন ঘরে থেকেই সহজে জানা যাবে এসএসসি/দাখিল পরীক্ষার ফলাফল। জনসমাগম এড়িয়ে মোবাইলে এসএমএস এর মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে জানা যাবে কাঙ্ক্ষিত এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল কোন অপেক্ষা ছাড়াই। প্রি-রেজিস্ট্রেশন গ্রাহকরা ফলাফল প্রকাশের সাথে সাথেই এসএমএস এর মাধ্যমে জেনে যাবেন ফলাফল। শিক্ষাপিডিয়াকে জানিয়েছে টেলিটক কর্তৃপক্ষ।
আরো পড়ুন- প্রাথমিক সমাপনীর নম্বর বিভাজন ও প্রশ্ন কাঠামো প্রকাশ
প্রি-রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াঃ
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC অথবা Dakhil লিখে একটি <space> দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে আবার একটি <space> দিয়ে প্রার্থীর রোল নম্বর, তারপর আরো একটি <space> দিয়ে ২০২০ লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে (চার্জ প্রযোজ্য) ।
ফলাফল প্রকাশের ২৪ ঘন্টা পূর্ব পর্যন্ত প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।
প্রতিটি শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর-
1. BARISHAL BOARD: BAR
2. DHAKA BOARD: DHA
3. CHITTAGONG BOARD: CHI
4. COMILLA BOARD: COM
5. DINAJPUR BOARD: DIN
6. JESSORE BOARD: JES
7. MADRASAH BOARD: MAD
8. MYMENSINGH BOARD: MYM
9. RAJSHAHI BOARD: RAJ
10. SYLHET BOARD: SYL
11. TECHNICAL/VOCATIONAL BOARD: TEC
শিক্ষার সকল খবর পেতে Shikkhapedia.com এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।
সবসময় রিয়েল টাইম নিউজফিড পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকুন