
চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরে।
শনিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি জানান, করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে সরকার কোনো দ্বিধা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেবে।
প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের এখনই স্কুলে পাঠানোর ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তারা আপাতত ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যাবে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তিন সপ্তাহ পার হোক, তারপর আমরা দেখবো কী করা যায়।