
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ জুন) এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম, উপাধ্যক্ষ অধ্যাপক ড. খালেদা নাসরিন, শিক্ষক পরিষদের সম্পাদক এবিএসএ সাদী মোহাম্মদ,বৃক্ষরোপণ কর্মসূচি আহবায়ক জাফর আহমেদ,দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন।
এছাড়াও কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাঈন উদ্দিন আরিফ, অর্থ সম্পাদক আতিক হাসান শুভ, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক যায়েদ হোসেন মিশু এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে কবি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেন, ‘প্রত্যেক বছর আষাঢ় মাসে বৃক্ষরোপণ করা হয়। দেশে বায়ুদূষণ থেকে শুরু করে নানা ধরনের দূষণ বিরাজ করছে। সারা দেশে সবুজ বেষ্টনী গড়ে তুলতে পারলে এসব দূষণ থেকে মুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।