Home মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় করোনাকালে রাবি শিক্ষার্থীদের হল ও পরিবহন ফী মওকফ ।

করোনাকালে রাবি শিক্ষার্থীদের হল ও পরিবহন ফী মওকফ ।

করোনাকালে রাবি শিক্ষার্থীদের হল ও পরিবহন ফী মওকফ ।

রাবি: করোনাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের হলের আবাসিক ও পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫০৬তম সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।ড. আজিজুর রহমান বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের লিখিত আবেদন বিবেচনা করে বুধবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইন্যান্স কমিটির ৫৪৯তম সভায় ২০২০ সালের এপ্রিল মাস থেকে ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ১৮ মাসের হলের আবাসিক ও পরিবহন ফি মওকুফের সুপারিশ করা হয়।

সিন্ডিকেট বৃহস্পতিবার এর চূড়ান্ত অনুমোদন দিল। সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থীর কাছ থেকে এরই মধ্যে এ দু’টি খাতে অর্থ আদায় করা হয়েছে, তা যথাসময়ে সমন্বয় করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here