Home ছবিঘর করোনা চিকিৎসায় বাংলাদেশের বড় সাফল্য

করোনা চিকিৎসায় বাংলাদেশের বড় সাফল্য

0
করোনা চিকিৎসায় বাংলাদেশের বড় সাফল্য

করোনা চিকিৎসায় পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে নানা ওষুধ নিয়ে গবেষণার চলছে, এবার বাংলাদেশের এক দল চিকিৎসক বিশ্বকে নতুন আশার আলো দেখাচ্ছে । পুরনো দুটি ওষুধের সম্মিলিত ব্যবহারে তিন দিনে ৫০% সুস্থ, চার দিনে শতভাগ সফলতা। প্রায় দেড় মাসের গবেষণায় করোনাভাইরাসের চিকিৎসায় পেয়েছেন নতুন আশার আলো।

গবেষনায় ছিলেন ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ঢাকায় অবস্থিত বাংলাদেশের প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম ও তাঁর একজন সহযোগী চিকিৎসক।

আরো পড়ুন- করোনা ভাইরাস ধ্বংসকারী কাপড় উদ্ভাবন করল বাংলাদেশ

গবেষণা দল জানান, তাঁরা ইভারমেকটিনের সিঙ্গল ডোজের সাথে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগে আক্রান্ত রোগীদের ৩য় দিনে অর্ধেক লক্ষণ কমে যাওয়া আর ৪র্থ দিনে করোনাভাইরাস টেস্টের রেজাল্ট নেগেটিভ আসার অবাক করা সাফল্য পেয়েছেন।

ডা. তারেক আলম বলেন, ‘এটি আমাদের কাছে খুবই অবাক লেগেছে। আরো আগে থেকে যদি আমরা করোনা ওষুধ নিয়ে কাজ করতাম, এখন হয়তো অনেককে আমাদের হারাতে হতো না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here