
করোনা ধ্বংসকারী কাপড় উদ্ভাবন বাংলাদেশের
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী প্রতিদিনই আসছে নতুন নতুন খবর এরই মধ্যে ভ্যাকসিন তৈরীর কাজ করছে বাংলাদেশ। এবার করোনা ভাইরাস রোধে এলো কাপড় তৈরীর খবর।
করোনা কালে সুখবর দিল দেশের টেক্সটাইল খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড। তাদের উদ্ভাবিত কাপড় ধ্বংস হবে করোনা সহ সব ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া।
দাবি করা হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া কাপড়ে লাগার মাত্র ২ মিনিটে ধ্বংস হয়ে যাবে।
করোনায় সংক্রমনের তাল মাতাল পুরো বিশ্ব অদৃশ্য এই শক্তির প্রতিরোধের নানা উপায় খুঁজছেন বিশ্ববাসী। এমন পরিস্থিতিতে সুখবর নিয়ে এসেছে দেশের টেক্সটাইল খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড উদ্ভাবন করেছে করনা ধ্বংসকারী কাপড়।
আরো পড়ুন- করোনা চিকিৎসায় বাংলাদেশের বড় সাফল্য
প্রতিষ্ঠানটির দাবি তাদের তৈরি কাপড় ভাইরাস মেরে ফেলবে মাত্র ২ মিনিটে আর কাপড় টি ২০ থেকে ৩০ বার ধুয়া পর্যন্ত ভাইরাস ধ্বংসের সক্রিয় থাকবে। তবে মানবদেহের জন্য এই কাপড় গুলো ক্ষতির কারণ হবে না।
বিশেষায়িত এই ফেব্রিক্স কাপড় উদ্ভাবনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে সুইজারল্যান্ডের দুটি প্রতিষ্ঠান।
শিক্ষার সকল খবর পেতে Shikkhapedia.com এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।
সবসময় রিয়েল টাইম নিউজফিড পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকুন