24 C
Dhaka
Thursday, February 22, 2024
প্রচ্ছদবিবিধকরোনা ভাইরাস রোগ প্রতিরোধ ও চিকিৎসা।

করোনা ভাইরাস রোগ প্রতিরোধ ও চিকিৎসা।

> যেভাবে ছড়ায়ঃ 

• এ ভাইরাস কোন প্রাণী থেকে মানুষের দেহে ঢুকে; 

• এখন মানুষ থেকে মানুষে সংক্রমণ হচ্ছে; 

• করােনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায়; এবং 

• শ্বাসতন্ত্রের মাধ্যমে (হাঁচি/কাশি/কফ/থুথু) অথবা 

• আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে একজন থেকে আরেকজনে ছড়ায়। 

> লক্ষণসমূহঃ 

• ভাইরাস শরীরে ঢােকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় ২-১৪ দিন সময় লাগে; 

• বেশির ভাগ ক্ষেত্রে প্রথম লক্ষণ জ্বর; 

• এছাড়া শুকনাে কাশি ও গলা ব্যাথা হতে পারে; 

• শ্বাসকষ্ট/নিউমােনিয়া দেখা দিতে পারে; 

• অন্যান্য অসুস্থতা (ডায়াবেটিস/উচ্চ রক্ত চাপ/শ্বাসকষ্টহৃদরােগ/কিডনী সম্যসা/ক্যান্সার ইত্যাদি) থাকলে অরগ্যান 

ফেইলিওর বা দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে পারে। 

> প্রতিকারঃ 

• যেহেতু এই ভাইরাসটি নতুন, তাই এর কোন টিকা/ভ্যাকসিন এখনাে তৈরি হয়নি; 

• চিকিৎসা লক্ষণভিত্তিক। 

> প্রতিরােধে করণীয়ঃ 

ব্যক্তিগত সচেতনতা 

• ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে (অন্তত ২০ সেকেন্ড যাবৎ); v অপরিস্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না; v ইতােমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে; V হাঁচি/কাশির সময় বাহু/টিস্যু/কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে; v অসুস্থ পশু-পাখির সংস্পর্শ পরিহার করতে হবে; 

• মাছ-মাংস ভালােভাবে রান্না করে খেতে হবে; v অসুস্থ হলে ঘরে অবস্থান করতে হবে, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার 

করতে হবে; 

• জরুরি প্রয়ােজন ব্যতিত বিদেশে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে; v প্রবাসী আত্মীয়স্বজনকে জরুরি প্রয়ােজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করতে হবে; 

• প্রয়ােজন ছাড়া যেকোন জনসমাগম এড়িয়ে চলতে হবে; এবং অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করতে হবে।

> সন্দেহভাজন রােগীর ক্ষেত্রে করণীয়ঃ 

• অসুস্থ রােগীকে ঘরে থাকতে হবে; v মারাত্মক অসুস্থ রােগীকে জরুরি ভিত্তিতে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে; V রােগীকে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে; 

• রােগীর নাম, বয়স, যােগাযােগের জন্য পূর্ণ ঠিকানা ও মােবাইল নম্বর সংরক্ষণ করতে হবে; এবং • আইইডিসিআর এর করােনা কন্ট্রোল রুমে (০১৭০০-৭০৫৭৩৭) যােগাযােগ করতে হবে।

শিক্ষার সকল খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা পিডিয়ার ফেইসবুক পেইজের সাথে যুক্ত থাকুন।

Subscribe

মতামত লিখুন

দয়া করে আপনার মন্তব্য লিখুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ