Home মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় কুবিতে সশরীরে চলমান সকল পরীক্ষা স্থগিত

কুবিতে সশরীরে চলমান সকল পরীক্ষা স্থগিত

কুবিতে সশরীরে চলমান সকল পরীক্ষা স্থগিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে চলমান সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২৫ জুন) বিকাল ৪ টায় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সভায় লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের গাড়ি পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।বৃহস্পতিবার (২৪ জুন) পরিস্থিতি বিবেচনায় চলমান সকল ধরনের পরীক্ষা স্থগিত করার সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বলেন, পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি আরো বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায়োরিটির ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা নেয়া হবে।এর আগে গত ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া বিভিন্ন অনুষদের আটটি বিভাগের বিভিন্ন বর্ষের এগারোটি চূড়ান্ত পরীক্ষা শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here