Home Uncategorized কুমিল্লায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

কুমিল্লায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

0
কুমিল্লায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

।।।।ম. শাহানূর আলম খাঁন।।।

‘বিশ্ব মানবাধিকার দিবস’ উপলক্ষে ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কুমিল্লা জেলা উত্তর শাখার উদ্যোগে শান্তি রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ই ডিসেম্বর শনিবার সকাল ১১:০০ টায় কুমিল্লার ক্যান্টনমেন্টের জিহান রেস্তোরাঁয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি শান্তি রেলি বের করা হয়।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি প্রভাষক ডা. জুয়েল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন,’ বর্তমান বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকারের চরম লঙ্ঘন পরিলক্ষিত হচ্ছে।অতি সম্প্রতি আমরা শিশু আয়াতের ছয় টুকরো বিভৎস লাশ দেখেছি, দেখেছি একজনের পা কেটে সেই পা নিয়ে আনন্দ মিছিল করতে। এরকম আরও অনেক অমানবিক ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে।

কিন্তু পৃথিবীটা আমাদের সকলের। এখানে সকলে সমতার ভিত্তিতে সকল সুবিধা ভোগ করবে। মানবাধিকার সুনিশ্চিত করে পৃথিবীটাকে বাসযোগ্য রাখা আমাদের সকলের দায়িত্ব। একটি মানবিক ও শোষণ-বঞ্চনাহীন সমাজ গঠনে সকলেরই যার যার অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রতি বক্তারা জোর দেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here