
বাংলাদেশ শিক্ষক সমিতির “কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটি” উদ্যোগে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, বারফি হোটেল এর ২য় তলা, বাদুরতলা, কুমিল্লা।
কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, শিক্ষকদের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে উপস্থিত সকল শিক্ষকবৃন্দ মতবিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব জনাব সহিদুল ইসলাম। তিনি মুজিব বর্ষে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও বিশ্ব শিক্ষক দিবস কে রাষ্ট্রীয় ভাবে ছুটি দিয়ে দিবসটি যথাযথভাবে পালনে উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানান।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব মোঃ শাহ জালাল এর উপস্থাপনায় বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুল সালাম ফারুকী, জনাব আবুল কালাম আজাদ,জনাব নাছির উদ্দিন, জনাব হেলাল উদ্দিন, কাজী জেসমিন রশিদ, জনাব, নাছিমা বেগম, জনাব তাজুল ইসলাম, হারুনুর রশিদ সহ আরও অনেকে।
পরিশেষে দীর্ঘক্ষণ আলোচনা শেষে সভাপতি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।