
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১৯ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হচ্ছে।
রবিবার (১০ অক্টোবর) শিক্ষা পিডিয়া কে বিষয়টি নিশ্চিত করে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ১৯ অক্টোবর থেকে সব বর্ষের সশরীরে পাঠদান শুরু হবে। শিক্ষার্থীদের ক্লাস এবং ক্যাম্পাসে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
উল্লেখ্য, ১৬ অক্টোবর থেকে সীমিত পরিসরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের মূল বাহন শাটল ট্রেন চালু হবে দেওয়া হবে।