Home ভর্তি জাহাঙ্গীরনগরে ভর্তি আবেদন যেভাবে করবেন

জাহাঙ্গীরনগরে ভর্তি আবেদন যেভাবে করবেন

জাহাঙ্গীরনগরে ভর্তি আবেদন যেভাবে করবেন
palo-logo

https://4b1cc3240a9fcf10db709e66a9a66916.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.htmlভর্তি

জাহাঙ্গীরনগরে ভর্তি আবেদন যেভাবে করবেন

নিজস্ব প্রতিবেদকঢাকাপ্রকাশ: ২৩ জুন ২০২১, ০৮: ০০অ+অ-

জাহাঙ্গীরনগরে ভর্তি আবেদন যেভাবে করবেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। গত রোববার দুপুর ১২টা থেকে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

অনলাইনের (https://juniv-admission.org/) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে শিক্ষার্থীদের।

আবেদন ফি

A, B, C, D এবং E ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা এবং C1, F, G, H এবং I ইউনিটের প্রতিটির জন্য ৪০০ টাকা (সার্ভিস ফিসহ)।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা

১.
২০১৭ সাল ও তার পরবর্তী বছরগুলোর মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০১৯ ও ২০২০ উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

palo-logo

https://4b1cc3240a9fcf10db709e66a9a66916.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.htmlভর্তি

জাহাঙ্গীরনগরে ভর্তি আবেদন যেভাবে করবেন

নিজস্ব প্রতিবেদকঢাকাপ্রকাশ: ২৩ জুন ২০২১, ০৮: ০০অ+অ-

জাহাঙ্গীরনগরে ভর্তি আবেদন যেভাবে করবেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। গত রোববার দুপুর ১২টা থেকে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

অনলাইনের (https://juniv-admission.org/) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে শিক্ষার্থীদের।

আবেদন ফি

A, B, C, D এবং E ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা এবং C1, F, G, H এবং I ইউনিটের প্রতিটির জন্য ৪০০ টাকা (সার্ভিস ফিসহ)।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা

১.
২০১৭ সাল ও তার পরবর্তী বছরগুলোর মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০১৯ ও ২০২০ উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।বিজ্ঞাপন

২.
মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।

৩.
জিসিই: ২০১৫ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ২০১১ অথবা ২০২০ সালের এ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তাদের ও/এ লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ই গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে ঈ গ্রেড থাকতে হবে।

৪.
প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী যেকোনো ইউনিটে আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষার তারিখ

ভর্তি আবেদনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি এবং ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া পরীক্ষার আগে বিস্তারিত ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here