
ঢাকা মেডিকেল কলেজের নতুন ওয়েবসাইট এবং ই-লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। শনিবার ভার্চুয়ালি ওয়েবসাইটের উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. টিটো মিঞা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাজমুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী, ঢাবির চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. দেবেশ চন্দ্র তালুকদার।
নতুন ওয়েবসাইট এবং ই-লাইব্রেরির প্রযুক্তিগত সহযোগিতা করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বর্তমান ওয়েবসাইটকে গবেষণা ডাটাবেস, ই-জার্নালস, ম্যাগাজিন সাবস্ক্রিপশন, ই-বুকস সংযুক্তকরণের মাধ্যমে নতুন ওয়েবসাইটে আধুনিকায়ন করা হয় । বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং আধুনিক জ্ঞান আহরণের উদ্দেশ্যে বর্তমান ওয়েবসাইটের সাথে ই-লাইব্রেরি সংযোজন করা হয়।