Home মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কলেজ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ এইচএসসি পরীক্ষার্থীদের

তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ এইচএসসি পরীক্ষার্থীদের

তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ এইচএসসি পরীক্ষার্থীদের

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। সোমবার (২৮ জুন) অধিদফতরের ওয়েবসাইটে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

তবে যেসব এলাকা লকডাউনের আওতায় রয়েছে সেসব এলাকার শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমা দেওয়ার সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

গত ২৩ জুন জারি করা এক আদেশে অধিদফতর জানায়, করোনা অতিমারির কারণে যেসব এলাকায় লকডাউন চলছে ওইসব এলাকার আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের কাছ থেকে ক্ষেত্রবিশেষ বিতরণ করা অ্যাসাইনমেন্ট জমার তারিখ পুনঃনির্ধারণ করতে পারবেন।

যেসব শিক্ষার্থী লকডাউনের কারণে যথাসময়ে অ্যাসাইনমেন্ট গ্রহণ করতে পারবে না পরবর্তীতে সুবিধাজনক সময়ে প্রতিষ্ঠান প্রধানরা অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমার সুযোগ দেবেন। স্বাস্থ্যবিধি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলেছে শিক্ষা অধিদফতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here