Home মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় নজরুল বিশ্ববিদ্যালয়ে ৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০২১-২২ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৮১ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়েছে। গত ২৬ জুন অর্থ কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়।গত অর্থবছরের সংশোধিত বাজেট থেকে এ বাজেট ৮ কোটি ৫ লাখ টাকা বেশি। ২০২০-২১ অর্থবছরে মূল বাজেটের আকার ছিল ৫০ কোটি ৬৮ লাখ টাকা এবং সংশোধিত বাজেট ছিল ৪৭ কোটি ৭৬ লাখ টাকা।

নতুন বাজেটে গবেষণায় বরাদ্দ দেয়া হয়েছে ২ কোটি টাকা, যা মোট বাজেটের ১.১১%। বিগত বাজেটের থেকে নতুন বাজেটে গবেষণায় ৮০ লাখ টাকা বরাদ্দ বেড়েছে। এছাড়াও গবেষণা সরঞ্জামাদি ক্রয়ের জন্য আরো ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।২০২০-২১ অর্থবছরে চিকিৎসা খাতে বরাদ্দ ছিল ৭ লাখ টাকা, যা এবার বেড়ে হয়েছে ৮ লাখ টাকা। এছাড়া চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়ে বরাদ্দ দেয়া হয়েছে ১০ লাখ টাকা, যা গতবারের সংশোধিত বরাদ্দের চেয়ে ৫০ হাজার বেশি।

এছাড়াও পরিবহন খাতে ২ কোটি, স্বাস্থ্যবিধান (সেনিটেশন) ও পানি সরবরাহ খাতে ৪ লাখ, মোট ব্যবস্থাপনা ব্যয়ে ১ কোটি ২৪ লাখ বরাদ্দ দেয়া হয়েছে।এ বিষয়ে পরিচালক অর্থ ও হিসাব ড. মো. তারিকুল ইসলাম বলেন, বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেবে ৫০ কোটি ৮১ লাখ টাকা। বাকি টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৫ কোটি টাকা।গত বাজেটে ইউজিসি বরাদ্দ দিয়েছিল ৪১ কোটি ৫১ লাখ টাকা। নতুন বাজেটে ইউজিসি বরাদ্দ বাড়িয়েছে ৯ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here