Home মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় নিয়োগ বাঁচাতে রাবি প্রশাসন ভবন ও উপাচার্য ভবনে তালা

নিয়োগ বাঁচাতে রাবি প্রশাসন ভবন ও উপাচার্য ভবনে তালা

নিয়োগ বাঁচাতে রাবি প্রশাসন ভবন ও উপাচার্য ভবনে তালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স কমিটির সভা ও সিন্ডিকেট সভা বন্ধের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ও উপাচার্যের বাসভবনে তালা লাগিয়েছেন বিশ্ববিদ্যালয়টিতে নতুন নিয়োগপ্রাপ্তরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ভবনগুলোতে তারা তালা ঝুলিয়ে দেন।জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে ফাইন্যান্স কমিটির হওয়ার কথা ছিল। এ ছাড়া আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করেছেন রুটিন উপাচার্য অধ্যাপক ড.আনন্দ কুমার সাহা। তবে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ আটকে দিয়ে সভা দুটি না করার দাবি জানানো হয়। পরে পূর্বনির্ধারিত মিটিং শুরুর আগেই প্রশাসন ভবন ও উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন বিশ্ববিদ্যালয়টিতে নতুন নিয়োগপ্রাপ্তরা।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সোবাহান তার মেয়াদের শেষ কার্যদিবসে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে করে ১৩৮ জনকে নিয়োগ দেন। মন্ত্রণালয়ের নির্দেশে সেই ১৩৮ জনের যোগদান স্থগিত রেখেছেন বর্তমানে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

বিশ্ববিদ্যালয়টিতে নতুন নিয়োগপ্রাপ্তদের একজন বলেন, ‘শনিবার ফাইন্যান্স কমিটি ও আগামী ২২ তারিখে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ ফাইন্যান্স কমিটির মিটিং হলে আগামী ২২ তারিখে সিন্ডিকেট হবে। আমরা শুনেছি, ওই সিন্ডিকেট সভায় আমাদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিলের জন্য সুপারিশ করা হবে। সে কারণে আমরা সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির মিটিং যাতে না হয়, সে জন্য আমরা অনুরোধ জানাতে এসেছি।’

এ বিষয়ে রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দিলে আমি সকলের যোগদান নিশ্চিত করব। তালা লাগানোর ঘটনাটি আমি শুনেছি। প্রশাসনের সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here