Home প্রাথমিক শিক্ষা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শাবির শাহপরান হলে বিশেষ ব্যবস্থা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শাবির শাহপরান হলে বিশেষ ব্যবস্থা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শাবির শাহপরান হলে বিশেষ ব্যবস্থা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল কর্তৃপক্ষ। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় এ বিষয়ে জানান, হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান।

অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান বলেন, আমাদের হলগুলো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপযোগী না হওয়ায় তারা সাধারণ হলে থাকতে চান না। কিন্তু তাদের অন্যসব শিক্ষার্থীদের ন্যায় সমান সুযোগ সুবিধা পাওয়ার কথা। এজন্য, তাদের জন্য শাহপরান হলে থাকার উপযোগী বিশেষ ব্যবস্থা করা হয়েছে।সুবিধাসমূহ হলো, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী বিশেষভাবে তৈরি আসবাবপত্রের ব্যবস্থা, হলের প্রবেশপথে হুইলচেয়ার উঠানামার উপযোগী বিশেষ র্যাম্প তৈরী, ডেডিকেটেড ওয়াশরুম, বিশেষ প্রয়োজনে রুম এবং ওয়াশরুম থেকে হল অফিসে জরুরি যোগাযোগের জন্য প্রযুক্তিগত বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এছাড়া হলের নিচতলায় মূল গেইটের কাছে তাদের জন্য এ বিশেষ রুম বরাদ্দ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here