
কুমিল্লার বরুড়ার কেমতলী টেকনিক্যাল হাইস্কুলের ৩ কৃতি শিক্ষার্থী মোঃ আবুল কালাম আজাদ ( এস এস সি ৮৯ ব্যাচ)মোস্তাক এমরান অপু( এস এস সি ৯২ ব্যাচ) আব্দুল কাদের( এস এস সি ৯৩) বহু প্রতীক্ষিত সিনিয়র শিক্ষক ( প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা) পদে পদোন্নতি পেয়েছেন। ৩ জনই কেমতলী গ্রামের কৃতি সন্তান।
বহুপ্রতীক্ষিত সিনিয়র শিক্ষক ( ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা) পদে পদোন্নতি পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেমতলী টেকনিক্যাল হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি বলেন তাদের আগামী দিনগুলো আরো উজ্জ্বল ও সমৃদ্ধে ভরে উঠুক।জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক সমগ্র বাংলাদেশ। সমগ্র বাংলায় ছড়িয়ে পড়ুক ঐতিহ্যবাহী কেমতলী গ্রামের সুবাতাস।মোঃ আবুল কালাম আজাদ সিনিয়র শিক্ষক ( গণিত) কুমিল্লা জিলা স্কুল, মোঃ ইমরান হোসেন অপু, সিনিয়র শিক্ষক (গণিত) গভ: মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম, মোঃ আব্দুল কাদের সিনিয়র শিক্ষক (জীববিজ্ঞান )বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বুড়িচং কুমিল্লায় কর্মরত