Home মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় বান্ধবীকে ভিডিও কল দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

বান্ধবীকে ভিডিও কল দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

বান্ধবীকে ভিডিও কল দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে বান্ধবীকে ভিডিও কল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন একটি বেসরকারি ইউনিভার্সিটির ছাত্রী রুবিনা ইয়াসমিন নদী (২১)। গতকাল বুধবার বিকালে ঘটনাটি ঘটে।

নদী বরগুনা জেলার বেতাগী উপজেলার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের মেয়ে। তিনি শাহজাহানপুর মালিবাগের গুলবাগে সাবলেট থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। রুবিনা পড়াশোনার পাশাপাশি একটি বোরকা কোম্পানিতে চাকরি করতেন।

নদীর রুমমেট বান্ধবী মারিয়াম বলেন, আইন বিভাগে পড়াশোনা করত নদী। একই বিভাগে সায়েম নামে এক ছাত্রকে বিয়ে করেন ২০১৯ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে। বিয়ের তিন মাসের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

নদীর খালাতো বোন শরিফা সুলতানা বলেন, ছাড়াছাড়ির পরও বিভিন্ন সময় নদীর বান্ধবী মারিয়ামের ফোনে তাদের বিশেষ মুহূর্তের ছবি ভিডিও পাঠাত, সে তা রুবিনাকে দেখাত। পরে তা ডিলিট করে দিয়েছিল।

এসব নিয়ে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। তার দাবি ঐ ছেলেটার কারণেই নদী আত্মহত্যা করেছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here