
বাংলাদেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস পরিচালনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ১৮ মার্চ ২০২০ ইং তারিখ থেকে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান করোনাভাইরাস মহামারীর কারণে বন্ধ রয়েছে বিধায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম অনলাইন কার্যক্রমের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই নির্দেশনা দিয়েছে।
ইতোপুর্বে সংসদ টেলিভিশনের মাধ্যমে প্রাথমিক, মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সরকার ক্লাশ কার্যক্রম চালু করেছে। এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহকে এই নির্দেশনা প্রদান করে। কার্যক্রম বাস্তবায়ন করা লক্ষ্যে সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেয়ার কথা বলা হয়েছে।
শিক্ষার সকল খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা পিডিয়ার ফেইসবুক পেইজের সাথে যুক্ত থাকুন।