
মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক -কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব বোনাসের জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ Shikkhapedia.com কে এ তথ্য নিশ্চিত করেছে।
Shikkhapedia.com কে জানায়, এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের ২০২০ সালের ঈদুল ফিতরের উৎসব ভাতা দেওয়ার প্রস্তাব মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। পরবর্তীতে প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এখন অধিদপ্তর থেকে বোনাসের চেক নির্দিষ্ট ব্যাংকগুলোতে যাবে।
উল্লেখ্য যে, এমপিওভূক্ত শিক্ষকরা প্রচলিত বিধি অনুসারে ২৫ শতাংশ ও কর্মচারীরা ৫০ শতাংশ ঈদ বোনাস পেয়ে থাকেন ।