19 C
Dhaka
Wednesday, February 28, 2024
প্রচ্ছদমাধ্যমিক ও উচ্চ শিক্ষাকলেজরাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন মারা গেছেন। রবিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে এ ১৮ জনের মৃত্যু হয়। তবে আগেরদিন রবিবার মারা যান ১২ জন। এছাড়া গত জুন মাসের ৩০ দিনে মোট মৃতের সংখ্যা

ছিল ৩৫৫ জন।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত এ ১৮ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন মাত্র পাঁচ জন। আর বাকি ১৩ জনের ১২ জনেরই মৃত্যু হয়েছে উপসর্গে।

এছাড়া করোনা নেগেটিভ অবস্থায় মারা গেছেন একজন।মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন। এছাড়া নওগাঁর চারজন, নাটোরের তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও কুষ্টিয়ার রয়েছেন একজন করে তিনজন। এদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৬ জন মহিলা।

গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৬৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৯৫।

এদের মধ্যে ২১০ জন করোনা আক্রান্ত রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে মোট বেড সংখ্যা ৪০৫।

Subscribe

মতামত লিখুন

দয়া করে আপনার মন্তব্য লিখুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ