Home মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় রাবির আটকে পড়া শিক্ষার্থীরা ১৫-১৬ জুলাই ফিরবেন বাড়ি

রাবির আটকে পড়া শিক্ষার্থীরা ১৫-১৬ জুলাই ফিরবেন বাড়ি

রাবির আটকে পড়া শিক্ষার্থীরা ১৫-১৬ জুলাই ফিরবেন বাড়ি

চলমান লকডাউনের কারণে পরীক্ষা দিতে রাজশাহীতে এসে আটকে পড়া শিক্ষার্থীদের আগামী ১৫ ও ১৬ জুলাই নিজ এলাকার কাছাকাছি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। যানবাহন চলাচল বন্ধ থাকায় ঈদে তাদের বাড়ি ফেরা অনিশ্চয়তায় ছিল আটকে পড়া শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর মামুন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে আটকে পড়েছেন। চলমান লকডাউনের কারণে তারা বাড়ি ফিরতে পারছেন না। লকডাউন কবে প্রত্যাহার হবে তা কেউ বলতে পারছেন না। এ কারণে শিক্ষার্থীদের নিজ এলাকার কাছাকাছি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাসে করে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। ঈদের কিছুদিন আগে ১৫-১৬ তারিখের দিকে তাদের পৌঁছে দেওয়ার চিন্তা-ভাবনা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান জানান, কোন জেলায় কতজন শিক্ষার্থী যাবেন, সেই তালিকার সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইন লিংক দেয়া হয়েছ। সেই লিংকে শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিজ জেলার নাম সাবমিট করতে পারবেন। শিক্ষার্থীর তালিকা পাওয়ার পর আমরা বাসের রুট ঠিক করব।

তিনি আরও জানান, কোনও জেলায় ১০ জনের বেশি শিক্ষার্থী হলে সেই জেলায় আমরা বাস দেওয়ার চেষ্টা করব। এ বিষয়ে সোমবার (৪ জুলাই) এক সভায় সিদ্ধান্ত শেষে রাতেই বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে শিক্ষার্থীদের জেলার তালিকা সাবমিট করার লিংক দেয়া হয়েছে। ৯ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে তথ্য সাবমিট করতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের প্রশাসক অধ্যাপক মোকছেদুল হক জানান, ৯ জুলাই শিক্ষার্থীদের সংখ্যা দেখে কোন রুটে কতটি বাস যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়, তবে একদিনে হয়তো সব রুটে বাস পাঠানো সম্ভব হবে না। এক্ষেত্রে আমরা দুই/তিন দিন সময় নিয়ে শিক্ষার্থীদের পাঠানোর ব্যবস্থা করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here