Home মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় লকডাউনে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেবে বেরোবি’র বাস

লকডাউনে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেবে বেরোবি’র বাস

লকডাউনে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেবে বেরোবি’র বাস

চলমান লকডাউনে রংপুরে অবস্থানরত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবহন সেবা পেতে আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী শুক্রবার (০৯ জুলাই) রাত ১২টার মধ্যে বিশ^বিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটের (www.brur.ac.bd) গুগল লিংকে তাদের নিজ নিজ তথ্য সংযোজন করতে হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাত্রছাত্রীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌছে দেওয়ার উদ্দেশ্যে গাড়ী ছাড়ার তারিখ ও সময় পরে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here