
একদিনের বেতন প্রায় ১৩ লাখ ২৫ হাজার টাকার অনুদান দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আজ সকালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের নিকট একদিনের বেতন এর অনুদানের চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
আরো পড়ুন- করোনায় শিক্ষকদের আর্থিক সহায়তা
উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের সকলের সাথে মতবিনিময় করেন এবং এ করোনাকালে আমাদের সকলের অবস্থান থেকে যথাযথ পদক্ষেপ পালনের জন্য আহ্বান জানান। এ সময় তিনি করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ভূমিকা, নেতৃত্ব এবং জাতিকে সঠিক নির্দেশনা প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শিক্ষার সকল খবর পেতে Shikkhapedia.com এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।
সবসময় রিয়েল টাইম নিউজফিড পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকুন