24 C
Dhaka
Thursday, February 22, 2024
প্রচ্ছদপাঠক কর্ণারশিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

ঢাকা: শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির।বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তবে, পরে তা স্থগিতের কথা জানায় মন্ত্রণালয়। সেখানে বলা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবসত স্থগিত করা হয়েছে।

জানতে চাইলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিক্ষামন্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।ওই কর্মকর্তা বলেন, মৌসুমি ফ্লু কারণে কিছুটা শারীরিক অসুস্থতা বোধ করছেন শিক্ষামন্ত্রী।

এ কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। অবশ্য বুধবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু পরীক্ষা ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী।এর দুই দিন আগে শিক্ষামন্ত্রী নিজ জেলা চাঁদপুরে আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেন। সেখান থেকে ফিরে মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে অফিসও করেন শিক্ষামন্ত্রী।

গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি, পরীক্ষা এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হল খোলা ও ক্লাস শুরুর নানা দিক নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতেন শিক্ষামন্ত্রী। এছাড়াও ঘোষিত এসএসসি ও এইচএসসি পরীক্ষা, পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে তথ্য উপস্থাপনের কথা ছিল তার।

Subscribe

মতামত লিখুন

দয়া করে আপনার মন্তব্য লিখুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ