
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ১ হাজার ৮৪ জন সহকারী অধ্যাপককে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদের দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, বর্তমানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ১৩ হাজারের কিছু বেশি কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাদের অধিকাংশ সরকারি কলেজে শিক্ষকতা করছেন।