Home পরীক্ষা স্কুল খোলা রেখে ক্লাসেই পরীক্ষা!

স্কুল খোলা রেখে ক্লাসেই পরীক্ষা!

স্কুল খোলা রেখে ক্লাসেই পরীক্ষা!

সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খোলা রেখে ক্লাসে পরীক্ষা নেওয়ার অপরাধে কুষ্টিয়ার মিরপুরে একটি বেসরকারি এস বি কিন্ডারগার্টেন স্কুলকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (২৭ জুন) সকালে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের এস বি কিন্ডারগার্টেন স্কুলকে এ জরিমানা করেন মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস।

ইউএনও লিংকন বিশ্বাস জানান, করোনা পরিস্থিতির নেতিবাচক প্রভাব এড়াতে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। সরকারি এ নির্দেশনা অমান্য করে বহলবাড়ীয়া ইউনিয়নের এস বি কিন্ডারগার্টেন স্কুলে নার্সারি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের একত্র করে ক্লাস পরীক্ষা নিচ্ছিলেন।

সেখানে প্রায় ৭০জন শিক্ষার্থী অংশ নেয়। এমন গোপন সংবাদ পেয়ে ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে স্কুল খোলা রেখে ক্লাস পরীক্ষা নেওয়ার দায়ে এস বি কিন্ডারগার্টেন স্কুলকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here