Home পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে সাত কলেজে সশরীরে পরীক্ষা

১ সেপ্টেম্বর থেকে সাত কলেজে সশরীরে পরীক্ষা

১ সেপ্টেম্বর থেকে সাত কলেজে সশরীরে পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির স্থগিত হওয়া এবং আটকে থাকা সকল পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষায় অংশ নিতে হবে। আজ বুধবার সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে স্নাতকে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা তিন বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন, তাদের শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এদিন মাকসুদ কামাল বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর থেকে আমরা সশরীরে পরীক্ষা শুরু করবো। স্থগিত থাকা পরীক্ষাগুলো আগে শুরু হবে। তবে এর মধ্যে লকডাউন দেওয়া হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।’

এছাড়া সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘প্রাথমিক অবস্থায় আটকে থাকা এবং স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে এবং পরে অন্যান্য শিক্ষাবর্ষের রুটিনও পর্যায়ক্রমে বিকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here