
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল আগামী ২৫ অক্টোবর খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. ইশফাকুল হোসেন বলেন, চলতি মাসের ২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়া হবে। তবে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে হলে উঠতে হবে।মো. ইশফাকুল হোসেন বলেন, চলতি মাসের ২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়া হবে। তবে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে হলে উঠতে হবে।