Home পরীক্ষা ৪৩তম বিসিএসে ফের আবেদনের সুযোগ পেলেন ৫৬ জন

৪৩তম বিসিএসে ফের আবেদনের সুযোগ পেলেন ৫৬ জন

৪৩তম বিসিএসে ফের আবেদনের সুযোগ পেলেন ৫৬ জন

৪৩তম বিসিএস পরীক্ষায় নতুন করে আবেদনের সুযোগ পেলেন ৫৬ পরীক্ষার্থী। এই ৫৬ পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে আবেদন করায় তাদের আগের আবেদন বাতিল করে নতুন করে সুযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় ৫৬ জন পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে পূরণ করা আবেদনপত্র বাতিল করে পুনরায় অনলাইনে আবেদন করার সুযোগ চেয়ে কমিশন বরাবর দরখাস্ত করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন ৫৬ জন পরীক্ষার্থীর আবেদনপত্র বাতিল করে পুনরায় আবেদনপত্র জমা দেওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে।

ভুল তথ্য দিয়ে ৪৩তম বিসিএসের ফরম পূরণ করায় গত ২০ মে এই ৫৬ জনের আবেদন বাতিল করে পুনরায় অনলাইনে আবেদনের অনুরোধ জানায় পিএসসি।এসব প্রার্থীকে আগামী ৩০ জুন (বুধবার) সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে। এ সময়ের পর কোনো প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here